Posts

HM Fajle Rabby

আল্লাহ কি আসলেই সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন?

knowledge of Islam-রবিবার, জুলাই ২৫, ২০২১ লিখেছেন - আশরাফুল নাফিজ কিছু নাস্তিকদের মতে পবিত্র কোরআন বলেছে প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে অথচ Whiptail lizard, sewfish ও সাপের কিছু প্রজাতির পুরুষ নেই কেন। তারমানে পবিত্র কুরআন ভুল (নাউজুবিল্লাহ)। ইসলামের মিথ্যাচার এর জবাব.... আল্লাহ তায়ালা কোরআনের ৫১:৪৯, ৪৩:১২, ৩৬:৩৬, ৭৮:৮, ১৩:৩, ৫৩:৪৫, ৭৫:৩৯, ৫০:৭ ইত্যাদি আয়াতে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবকিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, আরেক আয়াতে বলেছেন ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, আরেক আয়াতে বলেছেন নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দেখুন, এখানে বলা হয়েছে "আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ৷" সৃষ্টি করে জীবিত রেখেছি বলা হয় নাই। আরেকটি কথা,উক্ত আয়াত গুলোতে জোড়া বলতে ধরন বা প্রকারের দিকটি ইঙ্গিত করা হয়েছে, ইসলামিক স্কলাররা তাই বলছেন। প্রতিটা জীবের পুরুষ লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ প্রাণী সৃষ্টি করা হয়েছে ও তাদের মধ্যে মিলন হবে তারপর সেইখান থেকে বাচ্ছা হবে এই আয়াত দ্বারা এগুলা বুঝানো হয়নি। এসব চিন্তা নাস্তিকরা এই আয়াত পড়ে নিজেরা বানিয়েছে। কারন এখানে শুধু প্...