প্রশ্নঃ- আমি তো প্রোফাইল পিকচার পর্দা ওয়ালা দিয়েছি এতে কোনো পাপ হচ্ছে?? জানালে উপকৃত হতাম।।

প্রশ্নঃ- আমি তো প্রোফাইল পিকচার পর্দা ওয়ালা দিয়েছি এতে কোনো পাপ হচ্ছে?? জানালে উপকৃত হতাম।। উত্তরঃজী অবশ্যই পাপ হচ্ছে।। ।। কখনো কী এটা ভেবে দেখেছেন ? ।। ।। পর্দার উপর থেকে আপনার শারিরীক অবয়ব দেখে হাজারো যুবক তার নগ্ম মনে আপনার দেহের গঠন আঁকে !! ।। ।। আপনার প্রোফাইল দেখে অন্যজন যদি আকৃষ্ট হয়ে যায় তাহলে অনেক পাপ হচ্ছে!! ।। ।। আর এর পরিনতি কি আপনি জানেন? ।। ।। আল্লাহ তায়ালা বলেনঃ- অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং দুনিয়ায় জীবনকে যে প্রাধান্য দেয় জাহান্নামই হবে তার আবাস। ()সূরা আন-নাযিআত, আয়াত৩৭-৩৯() ।। ।। তাই যাদের প্রোফাইলে এরকম পর্দা/বেপর্দা যে পিকচার আছে সকলেই পরিবর্তন করুন।। বোনদের কে বলছি, ফেইসবুকে ছবি থাকা মানে ঘুমিয়ে থেকেও গুনাহের পাল্লা ভারী করা। সব গুলো কেটে এবং যে ভুল হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।।দ্বিতীয় বার আর এমন ভুল করবেন না। "হে প্রিয় বোন, যদি বোরকা পরা পিক পোস্ট করা জায়েজ হত, তাহলে হযরত ফাতেমা (রাঃ) এর নিজের লাশ রাতে দাফন করতে বলতেন না। কেটে দেন সব পিক গুলো, আল্লাহর জন্য, নিজের স্বার্থের জন্য কেটে দেন।। বলতে পারেন, এগুলো তো নিজের পিক না।! উত্তরে বলবো,,নিজের পিক না হলে কি হয়েছে? আপনি পোষ্ট করার কারনেই তো আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধুরা দেখতে পায়। অন্যের পিক পোষ্ট করে কেন নিজে গুনাহর পাল্লা ভারি করবেন??❗ "©️ আর যদি ইসলামিক পোস্ট করতেই হয়, তো ইসলামিক পিকচার (একটা আয়াত,একটা আমল) দিবেন। কিন্তু এরকম পর্দাওয়ালি ছবি দিয়ে নয়। সামান্য লাইক-কমেন্টের আশায় পিক আপলোড করার জন্যও কিন্তু মৃত্যুর পর এগুলোর হিসেব দিতে হবে। হিসেব দেওয়া থেকে রেহাই পাওয়া যাবে না ❗ মনে রাখবেন, আজকাল কিন্তু বোরকা পড়া ছবি আপলোড করেই পরপুরুষকে আকৃষ্ট করা হচ্ছে। যাকে বলে, নেকসুরতে শয়তানের ধোঁকা। সুতরাং, ইসলামিক পোস্ট করার সময়ও এসব পিকচার থেকে দূরে থাকতে হবে। নিজে সতর্ক হোন, অন্যকেও সতর্ক করুন। জাঝাকুমুল্লাহু খাইরান।🍂 ﷽তুমি"উপদেশ_দিতে থাকো। কারণ, উপদেশ মু'মিনদের উপকারে আসবে। [সূরা যারিয়াত ৫১.৫৫]

Comments