ফেসবুকের আপুরা যৌতুকের ব্যপারে খুব সচেতন কিন্তু দেনমোহরের

ফেসবুকের আপুরা যৌতুকের ব্যপারে খুব সচেতন কিন্তু দেনমোহরের সময় 5 লাখ 10 লাখ টাকা ছাড়া দেনমোহর ধরে না বলে এটা তাদের জীবনের নিরাপত্তা নিন্মে হলেও এক লাখ টাকা দেনমোহর ধরে নিজের বেলায় খুব স্বার্থপরতা দেখা যায় আবার ছেলে নির্বাচনের ক্ষেত্রেও তাদের চাহিদার শেষ নেই তারা বলে আমার উচ্চতা যেহেতু 4.8 সেহেতু 5.5 অথবা 5.8 এমন উচ্চতার ছেলে হলে ভালো হয় আবার আমার গায়ের রং যেহেতু শ্যামলা তাই ফর্সা ছেলে হলে খুবই ভালো হয় সরকারি চাকরিজীবী ব্যবসায়ী হলে তো কথাই নেই আবার দ্বীনদারিত্ব থাকতে হবে কিন্তু টাকা পয়সাওয়ালা দ্বীনদার ভাইরা একটু চিন্তা করেন মেয়েদের কত চাহিদা তারপরও দিনশেষে বলবে ছেলেদের চাহিদার শেষ নেই

Comments