ইফতারের আগে স্বামী জায়নামাজে বসে দোয়া করছিলো।
আর স্ত্রী রান্না ঘরে রান্না করছিলো আর স্বামী কি দোয়া করে তা শুনছিলো।
স্বামী : হে আল্লাহ আমার বন্ধু কে একটি বিয়ে করিয়ে দেও।
স্ত্রী: দোয়া করার সময় সতর্ক হও, এই সময় দোয়া কিন্তু কবুল হয়।
স্বামী: একটু থামলো পড়ে আবার বললো।
স্বামী: হে আল্লাহ আমার বন্ধুকে একটা যুবতী, সুন্দরী, ধার্মিক বউ দেও।
স্ত্রী: এই বার রান্না ঘর থেকে ছুটে আসলো, এবং স্বামী কে বকা শুরু করলো।
স্বামী: তোমার সমস্যা কোথায়। আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি।
স্ত্রী: আমি জানি সেটা।
স্বামী: তাহলে দোষ কোথায়।
স্ত্রী: আমাকে বোকা ভেবে ও না তুমি, তুমি কি মনে করো আমি সেই হাদীস টা জানি না।
যে কোনো মুসলমান অন্য কারো জন্য দোয়া করলে,পেছন থেকে একজন ফেরেশতা বলে, আল্লাহ যেনো তোমাকেও তা দেয়।
অর্থাৎঃ) তোমরা তোমাদের ভাইয়ের জন্য যা চাইবে আল্লাহ তায়ালা তোমাকে তাই দান করুন।
সহীহ মুসলিম হাঃ ৮৮( ২৭৩৩)৪/২০৯৪)
Comments
Post a Comment