শিক্ষা জাতির মেরুদণ্ড

শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেছিলাম আগে। এখন দেখি কারাদণ্ড সুশিক্ষিত হলে। শিক্ষিত লোক অনেক আছে সুশিক্ষিত নাই । আছেন যারা সুশিক্ষিত বন্দিসালায় প্রারাই । সুশিক্ষিত কাকে বলে ভেবে দেখি আমি। অন্যায়ের প্রতিবাদে রুখে দারান যিনি। আমায় বাবা চিনিয়েছিলেন সুশিক্ষিত কারা খুঁজতে যেয়ে আমি দেখি বন্দিসালায় তারা । হাফেজ মোঃ ফজলে রাব্বী

Comments