জ্ঞানীরা নিরপেক্ষ প্রশ্নগুলোর উত্তর দিবেন আশা করি।
আমি যদি ইনসানকে মানুষ বলি তবেকি ভুল হবে?? ইনসান (আরবী) মানুষ (বাংলা)।
যদি প্লেয়ারকে খেলোয়ার বলি তবেকি ভুল হবে?? প্লেয়ার (ইংলিশ) খেলোয়ার (বাংলা)।
বাবাকে যদি আব্বু বলি ভুল হবে??
বাবা (বাংলা) আব্বু (আরবী)।
জঙ্গিকে যোদ্ধা আর যোদ্ধা কে জঙ্গি বললে ভুল হবে কেনো??
কারণ জঙ্গী হলো ফার্সি ভাষা আর যোদ্ধা বাংলা।
উপরের সবগুলোই যদি ঠিক হয়, তবে কেন নিচের প্রশ্নটার বেলায় বেঠিক হবে?
আর এরই ধারাবাহিকতায় চেতনা ব্যবসায়ীরা আলেম-ওলামাদের হয়রানি করছে।
Comments
Post a Comment