বুদ্ধির খেলা। একজন ২৬ বছরের ছেলের ২১ বছরের মেয়ের সাথে বিয়ে হলো। ছেলেটি ৭০ বছরে ও মেয়েটি ৭৪ বছরে মারা গেলো। তাহলে মেয়েটি স্বামী ছাড়া পৃথিবীতে কতদিন বেঁচেছে?
বুদ্ধির খেলা। একজন ২৬ বছরের ছেলের ২১ বছরের মেয়ের সাথে বিয়ে হলো। ছেলেটি ৭০ বছরে ও মেয়েটি ৭৪ বছরে মারা গেলো। তাহলে মেয়েটি স্বামী ছাড়া পৃথিবীতে কতদিন বেঁচেছে?
খুব সুন্দর একটি একটি প্রশ্ন, অনেকে বিভিন্ন ভাবে বুঝাানোর চেষ্টা করেছেন। তাই ভিন্ন আঙ্গিকে তুলে ধরলাম।
যেহেতু মেয়েটি বিয়ের আগে স্বামী ছাড়া বা অবিবাহিত ছিল । এবং প্রশ্নে বুদ্ধির খেলা উল্লেখ আছে। তাই সমাধানটা নিম্নরুপে উল্লেখ করলাম……
উত্তর- ছেলেটির বয়স যখন ৭০ বছরে মারা যায়, তখন মেয়েটির বয়স ছিল ৬৫ বছর । যেহেতু ৭৪ বছরে মেয়েটি গেছে, তখন মেয়েটি স্বামী ছাড়া ছিল =(৭৪-৬৫)= ৯ বছর । এবং বিয়ের আগে স্বামী ছাড়া ২০ বছর পৃথিবীতে বসবাস করেন । সূতরাং মেয়েটি স্বামী ছাড়া, বিয়ের আগে ও পরে টোটাল=(২০+৯)=২৯ বছর বেঁচে ছিলো।
আশা করি - আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ।
Comments
Post a Comment