আবিস্কার, সংকলন।
অনর্থক ঝগড়া থেকে বাচার কৌশল,
হুজুর! নবির(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যুগে কি মাযহাব ছিল? মাযহাব তো নতুন আবিষ্কার!
আমার উত্তর: ঠান্ডা মাথায় নিচের কথাগুলো বলে দেই,
"বুখারী" বিক্ষিপ্ত হাদীসের সংকলন,এটা নতুন আবিষ্কার নয়।
"মুসলিম " বিক্ষিপ্ত হাদীসের সংকলন, এটা নতুন আবিষ্কার নয়।
"হানাফি " কুরআন ও বিক্ষিপ্ত হাদীসের সমাধান মুলক সংকলন, এটা নতুন আবিষ্কার নয়।
সুতরাং যদি নামের কারনে "হানাফী" বিদআত হয়, তাহলে নামের কারনে বুখারী, মুসলিম ও বিদআত।
সমাধান
নতুন আবিষ্কারের নাম বিদআত,
সংকলন কখনো বিদআত হয়না।
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ " .
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮০০
Comments
Post a Comment