আব্বুকে এভাবে বলা যেতে পারে.....!!! 😍👎✌
আব্বা বিয়ে করবো.......!!!😁
তো বিয়ে করে বউরে খাওয়াবি কী.....?😏
আমার খাবারের থেকে অর্ধেকটা খাওয়াবো।☺
পরাবি কী.....? 😏
আমার তো মাসে প্রায় ২ হাজার টাকার শপিং
লাগে সেখান থেকে অর্ধেক তার।😊
রাখবি কোথায়.......? 😏
আমার খাটটা তো প্রায় ডাবলই।আর বালিশ
লাগবে না বুকে উপর মাথা রাখবে। 😊
বউয়ের পড়াশোনার খরচ কে দেবে....…?😏
আমারটা তো আপনিই দেন, বউয়েরটা না হয়
আমিই কিছু একটা করে চালিয়ে নেব।😌
তোর মত আকাইম্মার কাছে মাইয়া দিবো
কেডায়......?😏
একটা দ্বীনদার পর্দাশীল মেয়ে হলেই চলবে। 😍
আপনি যদি একটু কথা বলতেন! 😇
লজ্জা শরম কী দেশ থেইকা উইঠা গেলো !
😳পোলায় নিজের বিয়ার কথা নিজে কয়!
(আব্বা, বিয়েটা করতেই হবে।হবেই হবে। নইলে
ফিতনা😢।অনেক গোনা। চরিত্র রক্ষা করতেই হবে
বাবা😭)।
সমাজের প্রত্যেকে যদি বিয়ে টাকে খরচের পহাড় না বানায়ে বরং চরিত্র রক্ষার ঈমান রক্ষা হাতিয়ার বানাতো তাহলে দুনিয়াতে আজ অনেক পাপ কমে যেত।
আল্লাহ্ পাক বলেছেন"চরিত্র রক্ষার জন্য যে বিয়ে
করবে,সে যদি অভাবিও হয় তবুও আমি নিজ
অনুগ্রহ থেকে তাকে অভাব মুক্ত করে দেয় "
সূরা; নুর
আয়াত ; ৩২
আল্লাহ্ আমাদের সবাইকে উত্তম
বুঝ দান করুন।
আমীন💝
🕋🌹🕋#𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧_𝙩𝙝𝙚_𝙢𝙚𝙨𝙨𝙖𝙜𝙚_𝙤𝙛 🅸︎🆂︎🅻︎🅰︎🅼︎🌹🕋#Allah
Comments
Post a Comment