'I' (আই)-এর পর কখন 'is' হয়?

'I' (আই)-এর পর কখন 'is' হয়? সাধারনত I এর পরে am বসে কিছু ব্যতিক্রম ছাড়া। “I” এর সাথে “is” এর ব্যবহারঃ “I” যদি কোন বাক্যে কেবল একটি সাধারণ শব্দ বা অক্ষর বোঝাতে ব্যবহৃত হয়, এবং সেখানে “।” যদি আমি অর্থ প্রকাশ না করে তাহলে “I” এর সাথে “am” না বসে “is” বসবে। চলুন নিচের উদাহরণের মাধ্যমে আরো একটু পরিস্কার ভাবে বোঝে নিই। * I is not consonant. I is a vowel. * I is the 9th letter in the English alphabet. খেয়াল করে দেখুন উপরের ৩ টি বাক্যের মধ্যে কোন বাক্যেই “I” আমি অর্থ প্রকাশ করেনি। “I” শুধু অক্ষর বোঝাতে ব্যবহৃত হয়েছে। এমতাবস্থায়, “I” এর সাথে কখনোই verb হিসেবে am ব্যবহার করা যাবেনা, “is” ই ব্যবহার করতে হবে। আবার । যদি “Inverted Comma” এর ভিতরে থাকে এবং সেটি যদি বিশেষ কোন কিছুকে নির্দেশ করে তাহলেও। এর সাথে is লিখতে হবে। যেমন: "I" is the name of my company. "I" is a wonderful film. তথ্যসূত্র: ইন্টারনেট ধন্যবাদ।

Comments